বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার ৪১ হাজার মেট্রিকটন পাথর নিয়ে পায়রা সমুদ্র বন্দরে ভিড়লো ‘এমভি সোল’

দেশের সম্ভাবনাময় গভীর সমুদ্র বন্দর পায়রায় এবার ৪১ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ভিড়েছে মাদার ভ্যাসেল ‘এমভি সোল’। আজ বুধবার দুপুরে সাইপ্রাস এর পতাকাবাহী এ জাহাজটি ইনার এ্যাংকোরেজে নোঙ্গর করে।

গত ১৫ এপ্রিল ১৩ মিটার গভীরতার এ জাহাজটি আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বন্দরের আউটারেজে পৌছায়। পরে লাইটারের মাধ্যমে কিছু পাথর খালাস করে আরপিসিএল কর্তৃপক্ষ। বর্তমানে ১০.৩০ মিটার গভীরতা নিয়ে এ জাহাজটি ইনার এ্যাংকোরেজে প্রবেশ করায় আরেক নতুন ইতিহাস গড়লো পায়রা বন্দর।

এর আগে বন্দরের ইনার এ্যাংকোরেজে ভিড়েছে ১০.২০ মিটার গভীরতার জাহাজ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ