আমদানি-রফতানি বাণিজ্যে সময় ও ব্যয় কমিয়ে আনতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) শতভাগ অটোমেশন করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বাণিজ্যের আড়ালে মুদ্রা পাচারের বিরুদ্ধে এনবিআরকে উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ছবি : সংগৃহীত।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস এবং ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ বিষয়ে আয়োজিত সেমিনারে এ আহ্বান জানান তিনি।
বাণিজ্যের আড়ালে মুদ্রা পাচারের বিরুদ্ধে এনবিআরের উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, আমদানি-রফতানি বাণিজ্যে সময় ও ব্যয় কমিয়ে আনতে এনবিআরকে শতভাগ অটোমেশন করতে হবে।
সেমিনারে বাণিজ্য সহজীকরণে এনবিআরকে কাজ করার পরামর্শ দেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, কর্মীদের দক্ষতা বাড়িয়ে উন্মুক্ত রাখা হয়েছে সেবার দ্বার। সুবিধা নিতে আইন মেনে এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের।
সেমিনারে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, আমদানি-রফতানি বাণিজ্য বিলম্বের জন্য ৭৫ ভাগ দায়ী ব্যবসায়ী ও তাদের বাণিজ্যিক সহযোগীরা।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেয়া হয় এনবিআর ও এর অধিভুক্ত দফতরের ১৭ কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠানকে।
প্রতি বছরের মতো বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৫টি দেশে একযোগে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বাংলাদেশ দিবসটি উদ্যাপন করছে। এবারের কাস্টমস দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘মিলে নবীন- পুরোনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন।’
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।