ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় পটুয়াখালী পৌর শহরের প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি করে পটুয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকরা। এসময় সংবাদ প্রকাশে স্বাধীনতা ও আর যাতে সাংবাদিকদের ওপর হামলা, সংবাদ প্রতিষ্ঠানের ওপর হামলা না হয় তার প্রতিবাদ জানায়।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দ্যা ডেইলি স্টার এর জেলা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন-সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাকারিয়া হৃদয়সহ জেলার সকল সাংবাদিকবৃন্দ।