শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ

ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। ব্যাংক খাতের বহুল সমালোচিত এস আলম গ্রুপের সব প্রতিনিধিকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগেই ব্যাংকটি থেকে এস আলম ঘনিষ্টদের সরিয়ে দেওয়া হয়।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়াও পরিচালক হয়েছেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।

বাংলাদেশ ব্যাংকের গভনর্র ড. আহসান এইচ মনসুর বৃহস্পতিবার নিয়োগ অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ