শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরাইলে সাইরেন: বিমান থেকে নেমে রানওয়েতে শুয়ে পড়লেন জার্মান চ্যান্সেলর!

বুধবার (১৮ অক্টোবর) মিসরে যাওয়ার আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে দেখা করে জার্মানির সংহতি প্রকাশ করার জন্য ইসরাইলে ছিলেন শলৎজ। ছবি: সংগৃহীত

চলমান সংঘাতের মধ্যেই সংহতি জানাতে ইসরাইলে গিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। কিন্তু খুব বেশি সুখকর হলো তার সেই সফর।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে ইসরাইল থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রার জন্য বিমানে চেপে বসেন জার্মান চ্যান্সেলর ও তার সঙ্গীরা। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ আগেই হঠাৎ রকেট হামলার সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে। এসময় শলৎজসহ অন্যরা বিমান থেকে নেমে আসেন।

আল-জাজিরা জানায়, এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, সম্ভাব্য রকেট হামলার সতর্কবার্তা দিয়ে সাইরেন বাজানোর পর ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে থাকা জার্মান বিমান থেকে নেমে এর পাশে রানওয়েতেই শুয়ে পড়েন দেশটির কর্মকর্তারা।

পরে জার্মান চ্যান্সেলরকে বিমানবন্দরের একটি ‘বোমা আশ্রয়কেন্দ্রে’ নিয়ে যাওয়া হয়।

বুধবার (১৮ অক্টোবর) প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল–সিসি’র সঙ্গে বৈঠক করতে মিসরে যাওয়ার আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে দেখা করে জার্মানির সংহতি প্রকাশ করার জন্য ইসরাইলে ছিলেন শলৎজ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে অবরুদ্ধ গাজায় উপত্যকার আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপেও আটকা পড়েছেন অনেকে। পাশাপাশি আহতদের অবস্থা গুরতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন ঘটনার মধ্যেই ইসরাইল সফর শেষে ফেরার পথে বিপাকে পড়লেন জার্মান চ্যান্সেলর।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ