শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরাইল আক্রমণের হুমকি দিলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইল আক্রমণের হুমকি দিয়েছেন। খবর টাইমস অব ইসরাইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগান রোববার (২৮ জুলাই) দলীয় এক সমাবেশে ভাষণ দেন। এতে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় ইসরাইলে আক্রমণ করার এক ‘বিরল’ সুস্পষ্ট হুমকি দেন তিনি।

এরদোগান আন্তর্জাতিক মঞ্চে ইসরাইলের সবচেয়ে কঠোর সমালোচকদের একজন। তিনি বলেন, আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে, যাতে ইসরাইল ফিলিস্তিনের সঙ্গে এসব কাজ করতে না পারে।

তিনি আরও বলেন, আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, ঠিক যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি। আমরা তাদের (ইসরাইল) সঙ্গেই তাই করতে পারি। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ