বৃহস্পতিবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইটনায় ১৫৮ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৩

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় কালোবাজারে বিক্রির চেষ্টাকালে ১৫৮ বস্তা (৭ হাজার ৮৫১ কেজি) চাল জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় ট্রলারসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার বাদলা বাজার ও মৃগা পূর্বপাড়া এলাকা থেকে বস্তাভর্তি এইসব চাল জব্দ করা হয়।

আটকরা হলেন-কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামের আব্দুর রহিমের ছেলে আজহারুল ইসলাম লেলিন (৩৮), একলাছ মিয়ার ছেলে নিয়ামুল মিয়া (২৫), আজিজুল মিয়ার ছেলে সাইদুল মিয়া (১৯)।

ইটনা উপজেলা খাদ্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার মৃগা গ্রামের ওএমএস ডিলার শাজাহান মিয়া জানুর নামে ১০ হাজার ৮৩০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। তিনি গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সেইসব চাল ইটনা সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। উত্তোলনকৃত এইসব চাল ৩ শত ১৬ জন নির্বাচিত কার্ডধারীর মধ্যে বিক্রির কথা থাকলেও ডিলার শাজাহান মিয়া জানু কালোবাজারে বিক্রির চেষ্টাকালে উপজেলার বাদলা বাজার ও মৃগা পূর্বপাড়া এলাকা থেকে ১৫৮ বস্তা (৭ হাজার ৮৫১ কেজি) চাল জব্দ করে পুলিশ। এই সময় ট্রলারসহ তিনজনকে আটক করা হয়। এই ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল আকরাম বাদী হয়ে ওএমএস ডিলার শাজাহান মিয়া জানুসহ ৮ জনের নাম উল্লেখ করে ইটনায় থানায় মামলা দায়ের করেন।

ইটনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল আকরাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ