বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীর সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক টিম লিডার রিপন মুন্সি

আমতলী উপজেলার সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হলেন রিপন মুন্সি। মঙ্গলবার ঢাকার হলিক্রস রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে উপজেলা শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে তার হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি এ সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন। রিপন মুন্সি আমতলী সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক।

জানাগেছে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় আমতলী উপজেলার ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচনের উদ্যোগ নেয়। এ বছর আমতলী উপজেলার সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হন ইউনিট টিম লিডার (সংকেত) মোঃ রিপন মুন্সি।

মঙ্গলবার ঢাকার হলিক্রস রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে তার হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিপিপির চেয়ারম্যান হাসানুল হক।

আমতলী উপজেলার সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মোঃ রিপন মুন্সি বলেন, দুর্যোগে ভালো ভুমিকা রাখায় সম্মাননা সরুপ আমাকে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মনোনীত করেছেন।
আমতলী উপজেলা ঘুর্ণিঝড় প্রস্তুতির কর্মসুচীর সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, রিপন মুন্সি দুর্যোগে জীবন বাজি রেখে কাজ করেছেন। ফলে তাকে উপজেলা সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, টিম লিডার রিপন মুন্সিকে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মনোনীত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ