শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে সাত মাসের অন্তঃসত্তা গৃহবধুর রহস্যজনক মৃত্যু!

ফাইল ফটো।

সাত মাসের অন্তঃসত্তা শিরিন নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার রাতে পুলিশ মৃতের স্বামী লুৎফর গাজীর বসতবাড়ীর পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যায় আমতলী উপজেলার পাতাকাটা গ্রামে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের লুৎফর গাজী দ্বিতীয় স্ত্রী সাত মাসের অন্তঃস্বত্তা শিরিন বেগম সোমবার বিকেলে নিখোঁজ হয়। ওইদিন সন্ধ্যায় বাড়ীর পাশের একটি ডোবায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমতলী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসে। ওইদিন রাতেই পুলিশ তার মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ