শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে শেখ রাসেল দিবস উদযাপন

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস বুধবার বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যছিল র‌্যালী, চিত্রাঙ্গন প্রতিযোগীতা, আবৃতি ও আলোচনা সভা।

বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ ঈশা, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হক কাওসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম, ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি ও সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ। আলোচনা সভা শেষে শিশুদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। বুধবার কলেজ মিলনায়তনে চিত্রাঙ্গন প্রতিযোগীতা, কবিতা আবৃতি, আলোচনা সভা ও দোয়া মিলাদের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।


কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোছাঃ ফেরদৌসি আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মিজানুর রহমান, বশির আহম্মেদ, জেষ্ঠ্য প্রভাষক সৈয়দ ওয়ালী উল্লাহ, নাজমুন নাহার, জয়নুল আবেদীন, বানী রানী শীল, কামরুজ্জামান শানু, নাজমুল আহসান, একাদ্বশ শ্রেনীর ছাত্রী জান্নাতি ও বৃষ্টি মজুমদার প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট ঘাতকদের গুলিতে নিহত সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ