জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের মতবিনিময় সভায় মাস্ক পরিহিত সন্তাসীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নারী ও প্রকল্প কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছে। আহত ডালিম ও মঈনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে শনিবার সন্ধ্যায় আমতলী উপজেলার চাওড়া চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এতে জলবায়ু প্রকল্পের কয়েক কোটি টাকার খাল খনন কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের অধিনে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা এলাকার খাল খননে একটি প্রকল্প বাস্তবায়ন করতে শনিবার বিকেলে মতবিনিম সভার আয়োজন করেন। ওই সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো. এনামুল কবির। সভাপতিত্ব করেন বরগুনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান। সভায় আমতলী উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলীসহ দুই শতাধীক নারী পুরুষ অংশ গ্রহন করেন। অভিযোগ রয়েছ সভা শুরু হওয়ার ঘন্টাখানেক পরেই সোহাগ, নাশির, অসীম ও মিরাজের নেতৃত্বে মাস্ক পরিহিত ৩০-৩৫ সন্ত্রাসী ওই সভায় অতর্কিত হামলা করে এবং প্রকল্প পরিচালক, এলজিইডির কর্মকর্তাদের লাঞ্ছিত করেছে। সন্তাসীদের হামলায় প্রকল্প কর্মকর্তা ও নারীসহ সাতজন আহত হয়। এতে সভা পন্ড হয়ে যায়। সন্ত্রাসীরা শাসিয়ে যায় এ নিয়ে বারাবারি করলে প্রাণে মেরে ফেলবো। তাদের ভয়ে প্রকল্প পরিচালকসহ এলজিইডির কর্মকর্তারা স্থান এক বাড়ীতে আশ্রয় নেয়। এ ঘটনায় আহত ডালিককে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে এবং মঈনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করানো হয়। অপর আহতরা সন্ত্রাসীদের ভয়ে চিকিৎসা নিতে পারেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী বলেন, মাস্ক পরিহিত সন্ত্রাসীরা অনুষ্ঠানে এসেই বলে যুবদল নেতা রাকিবকে দাওয়াত না দিয়ে প্রকল্প করবে আর তা মেনে নেব, তা হবে না। এ কথা বলেই মারধর শুরু করে। তাদের তান্ডব ও মারধরে অনেক নারী মলমুত্র ত্যাগ করেছে। তারা আরো জানান বেশ কয়েকজন নারীসহ পুরুষ আহত হয়েছেন। স্যারদের লাঞ্ছিত করেছেন।
আহত ডালিম বলেন, কিছু বুজে ওঠার আগেই সোহাগ, নাশির, অসীম ও মিরাজের নেতৃত্বে সন্ত্রাসীরা সভায় হামলা করেছে। আমাকেসহ বেশ কয়েকজন নারী ও অতিথিদের মারধর করেছেন।
আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মেহেদী জামান রাকিব বলেন, আমি চাওড়া ইউনিয়নে নির্বাচন করবো, সে সুবাদে এলাকায় কিছু ঘটলে আমার নলেজে আসে। তিনি আরো বলেন, ওই খানে কিছু যুবলীগ নেতাকর্মী সভা করছিল তাই এলাকার মানুষ গিয়ে বন্ধ করে দিয়েছেন।
আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, সন্ত্রাসীরা কেন হামলা করেছে তা আমি জানিনা। প্রকল্প পরিচালকের সামনে এমন একটি ঘটনা খুবই দুঃখজনক। তিনি আরো বলেন,
যে ঘটনা ঘটেছে লোক লজ্জায় তা বলতে পারবো না। আমার অফিসের একজনকে মারধর করেছে। এতে এলাকারই ক্ষতি হলো।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত একজনকে যথাযথ চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বিষয়টি আমি শুনেছি। ভালো ভাবে জেনেই ব্যবস্থা নেয়া হবে।
এলজিইডির বরগুনা নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, সন্ত্রাসীদের তান্ডবে সভা শেষ না করে চলে এসেছি। তিনি আরো বলেন, প্রকল্প পরিচালকের সামনে এমন ঘটনায় এলাকার উন্নয়ন বঞ্চিত হবে।
প্রকল্প পরিচালক মো. এনামুল কবির বলেন, এমন ঘটনায় এলাকার জলবায়ু প্রকল্পের খাল খনন কাজ বন্ধ হয়ে যাবে। এলাকার এমন ক্ষতি কোন ভদ্র মানুষ করে না।









