রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমতলীতে অবৈধ ট্রলির চাপায় ব্যবসায়ী নিহত

আমতলী উপজেলার গোছখালী বাজার সংলগ্ন সড়কে স্বমিলের কাছে অবৈধ ট্রলির চাপায় পিষ্ট হয়ে ব্যবসায়ী রেজাউল কবির (২৫) নিহত হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে।

জানাগেছে, উপজেলার বাইনবুনিয়া গ্রামের আলতাফ মিয়ার ছেলে রেজাউল কবির গোছখালী বাজারে ইলেকট্রনিক্সেও ব্যবসা করতো। শুক্রবার দুপুরে দোকান থেকে মোটর সাইকেলে বাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোছখালী সড়কের স্বমিলের কাছে পৌছা মাত্রই বিপরীত দিক থেকে আসা আবু তালেকের অবৈধ ট্রলি গাড়ী মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী রেজাউল নিহত হয়। খবর পেয়ে পুলিশ ওইদিন বিকেলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার এবং ট্রলি জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত রেজাউলের বন্ধু ইব্রাহিম মিয়া বলেন, শুক্রবার দুুপরে দোকান বন্ধ করে নিজের মোটর সাইকেলে বাড়ী ফিরছিল। পথিমধ্যে আবু তালেকের ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেজাউল নিহত হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিেিকল অফিসার জান্নাতুল ফেরদৌসি বলেন, রেজাউলকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে।

আমতলী থানায় ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ