রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্দোলনের নামে সহিংসতাকারীদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে সহিংসতা করলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার ( ৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও সালামী মঞ্চ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ২০১৩-২০১৪ সালেও আগুন দিয়ে বাস পুড়িয়েছে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। তাদের বৈশিষ্ট্যই হচ্ছে মানুষকে পুড়িয়ে মারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন হাসপাতাল তৈরি করে আগুনে হতাহতদের সুচিকৎসার ব্যবস্থা করেছেন। বিএনপি-জামায়াতের এসব সহিংসতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত আছে। যারা সহিংস কর্মকাণ্ড করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

নারায়ণগঞ্জে মাদক ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কিশোর অপরাধীদের সংশোধন করতে সরকার সামাজিকভাবে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণ করতে কোস্টগার্ড এবং বিজিবিকে আরও শক্তিশালী এরং সুসংগঠিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মিয়ানমার সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেছি। নৌপথে ও সীমান্ত এলাকাগুলোতে কোস্টগার্ড এবং বিজিবির কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিজিবিকে হেলিকপ্টার দেয়া হয়েছে। তবে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে সমাজের সবাইকে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওমমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়কসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার কার্যালয়ে ম্যুরাল ও সালামী মঞ্চ উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জেলা পুলিশ লাইনসে আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশে যোগ দেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ