বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদালতে নেওয়া হলো ফখরুল-আব্বাসকে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে হাজির করা হয়েছে।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে গোয়েন্দা পুলিশের একটি প্রিজন ভ্যানে তাদেরকে আনা হয়।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ তাঁদের গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেন।

হারুন অর রশীদ বলেন, গত ৮ ডিসেম্বর পল্টন থানায় দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের ওপর হামলার উসকানিদাতা ও পরিকল্পনার অভিযোগে করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর তাদের নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখানে জিজ্ঞাসাবাদের পর হারুন অর রশীদ জানান, ৮ ডিসেম্বর নয়াপল্টন থানায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ