ব্যাংকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো আজ বুধবার থেকে টানা চার দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির সঙ্গে শারদীয় দুর্গাপূজার ছুটি মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত ছুটি পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। ছুটি শেষে আগামী রোববার থেকে কর্মস্থলে ফিরবেন তাঁরা। এর মধ্যে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আগামী শনিবার খোলা থাকায় কর্মীরা চার দিনের পরিবর্তে এক দিন কম ছুটির সুবিধা পেতে যাচ্ছেন। সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে এক দিন ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) এবং ৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক বন্ধ।
তবে এই ছুটিতে খোলা থাকবে জরুরি সেবাগুলো। এসব সেবায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত হবেন ছুটি থেকে। জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।
চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটি ভোগ করবেন না। একই সঙ্গে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে আগামী রবিবার সকাল ১০টা থেকে পুঁজিবাজারে লেনদেন চলবে। ব্যাংকের কার্যক্রমও এদিন থেকে শুরু হবে।
এদিকে দুর্গাপূজাসহ বেশ কয়েকটি ধর্মীয় উৎসবের কারণে ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে আছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।