শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগুনের পেছনে নাশকতা আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে: ডিএমপি কমিশনার

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ঢাকা শহরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম তদারকি করেন ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন ডিএমপি কমিশনার।

ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টার পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নিভতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ