শুক্রবার, ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অষ্টগ্রামে সেতুর পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কালীবাড়ি আশ্রম এলাকার সেতুর পাশ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে উদ্ধার হওয়া লাশের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহত ব্যক্তিকে গত কয়েক মাস ধরে অষ্টগ্রাম উপজেলা সদরসহ আশপাশের এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ অক্টোবর) সকালে অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের কালীবাড়ি আশ্রম এলাকার সেতুর পাশে এক ব্যক্তির (৪৫) লাশ পড়েছিল। লাশের বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে অষ্টগ্রাম থানায় নিয়ে যায়।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ