রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অনলাইনে আয়কর প্রদানে চার্জ হ্রাস করেছে কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক (বিবি) মোবাইল আর্থিক পরিষেবা, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আয়কর প্রদানের চার্জ কমিয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, করদাতাদের অধিকতর উৎসাহ প্রদান ও অনলাইনে আয়কর পরিশোধ সহজ করার লক্ষ্যে ই-রিটার্ন সিস্টেম হতে কার্ড পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস বা পিএসপি ওয়ালেটের মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে ফি বা চার্জ নির্ধারণ করা হলো। বাংলাদেশে ইস্যুকৃত কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি সর্বোচ্চ ২০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) এবং ২৫ হাজার টাকার বেশি হলে লেনদেন প্রতি সর্বোচ্চ ৫০ টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) আদায় করা যাবে।

এছাড়াও, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস(এমএফএস) বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার(পিএসপি) ওয়ালেটের মাধ্যমে আয়কর দেওয়ার সময় একজন গ্রাহককে প্রতি লেনদেনের এক শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা (ভ্যাট সহ) চার্জ করা যেতে পারে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য ই-রিটার্ন ব্যবস্থা চালু করেছে। এরপর থেকে করদাতারা ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ওয়ালেটের মাধ্যমে আয়কর প্রদান করছেন।

প্রজ্ঞাপন জারির আগে করদাতারা তাদের আয়করের ১ দশমিক ৬ শতাংশ অনলাইন পেমেন্টের চার্জ হিসেবে পরিশোধ করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ