নিউজফ্ল্যাশ ডেস্ক:
দিল্লিগামী স্পাইস জেটের যাত্রীবাহী একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এনডিটিভি জানিয়েছে, ওই বিমানে ১৮৫ জন আরোহী ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত অবতরণ করায় ক্রুসহ যাত্রীরা প্রাণে বেঁচে গেছেন।
আজ রোববার স্পাইস জেটের বিমানটি ক্রুসহ ১৮৫ আরোহী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয়।
মাঝ আকাশে হঠাৎ বিমানের সঙ্গে পাখির ধাক্কা লাগে। এতে বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।
স্পাইস জেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিহারের পাটনায় দ্রুত নিরাপদে অবতরণ করানো হয় বিমানটিকে।
বিমানে পাখির ধাক্কার কারণে প্রায়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। পাইলট ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করেন বিমানটিকে।
পাটনা বিমানবন্দরের কর্মকর্তা চন্দ্রশেখর সিং বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে। সবাই নিরাপদে আছেন।
সূত্র : এনডিটিভি।