সিদ্দিকুর রহমান ------------------------------------ থরে থরে সাজানো, আমার যতোসব কষ্ট এগুলো পাহাড় হয়ে গেছে, এর চূড়ায় নাজ আমৃত্যু বসবাস আমার। আমি চাইনা, নাজ আস্ত পাহাড় তোমার উপর ভেঙে পড়ুক। শীতের শান্ত সমুদ্রে একবার কষ্টের ভেলা ছেড়েছি দেখলাম তাও, আটলান্টিকের হিমালয়সম উত্তাল ঢেউয়ে ভাসছে- আমি চাইনা, নাজ এ ঢেউ তোমার উপর আঁছড়ে পড়ুক আমার পোড়া মনের ভস্ম, আফ্রিকার হিরক খনির নিচে লুকিয়েছি নেলসেন ম্যান্ডেলার কলো মানুষেরা তাও সযত্নে তুলে এনে রাখলো স্বচ্ছ আলোতে- শেষমেষ 'কষ্ট' রেখে এলাম সুইস ব্যাংকে নাজের হাসিময় ছবির স্কেচ, বাসন্তি রঙের শাড়িতে তোলা ছবিগুলো, আরও কতো কি? তাবৎ দুনিয়ার মানুষ এখন ছুটছে সেই সুইস ব্যাংকে নাজ, আমার কষ্ট…