নিউজ ফ্ল্যাশ ডেস্ক:
বেজিং: মহাকাশে রকেট পাঠিয়েছিল চিন। আর নিয়ন্ত্রণ হারিয়ে সেই রকেট আছড়ে পড়ল পৃথিবীতে। কয়েক দশকে এত বড় কোনও খণ্ড পৃথিবীর বুকে এভাবে আছড়ে পড়েনি। চিনের রকেট লং মার্চ ৫বি খসে পড়েছে গত ১১ মে।
গত ৫ মে ওই রকেট লঞ্চ করা হয় চিনের হাইনান আইল্যান্ড থেকে। মহাকাশে মানুষ পাঠানোর আগে এটা ছিল মানব বিহীন একটা টেস্ট ফ্লাইট। আর এতে ছিল চিনের একটি নেক্সট জেনারেশন ক্যাপসুল। আর সেটাই মহাকাশে পৌঁছনোর আগে নিয়ন্ত্রণ হারিয়ে এসে পড়ে আটলান্টিক সাগরে।
গত ৩০ বছরে এত বড় কোনও খণ্দ এভাবে পৃথিবীর বুকে এসে পড়েনি। এর আগে ১৯৯১ সালে ৩৯ টনের স্যালুট ৭ এসে পড়েছিল পৃথিবীতে। এর আগে চিনেত তিয়াংগং ১ এসে পড়েছিল মাটিতে। তবে তার থেকেও এটি বেশি ওজনের। কোলকাতা২৪।