নিউজফ্ল্যাশ ডেস্ক: ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বৃহস্পতিবার (৩১মার্চ) সন্ধ্যায় ‘৫ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্ণামেন্ট ২০২২’ গলফ কোর্সে সমাপ্ত হয়েছে। সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (ঝ গ ঝযধভরঁফফরহ অযসবফ), এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হল’এ উপস্থিত থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। টুর্নামেন্টে বিজয়ী গলফারগণ হলেন:- উইনার জনাব এস এম আব্দুল্লাহ ফারাবি , রানার-আপ ব্রিগেডিয়ার জেনারেল শাহ্-নুর-জিলানী, বিএসপি, এনডিসি, পিএসসি এবং লেডিস উইনার মিসেস লি ইয়ং কিয়ং । টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি…