নিউজফ্ল্যাশ ডেস্ক: বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের জয়জয়কার। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, উইন্ডিজসহ বেশ কিছু দেশে এ ধরনের টি-টোয়ন্টি লিগ চালু আছে। সেই জোয়ারে এবার গা ভাসাতে যাচ্ছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরের পরপরই টুর্নামেন্টের উদ্বোধনী আসর মাঠে গড়াবে। অবশ্য টুর্নামেন্টের নাম এখনও ঠিক করা হয়নি। সিএসএ একা এই লিগের আয়োজন করবে না। সঙ্গী হিসেবে আছে সুপার স্পোর্টস। দুই প্রতিষ্ঠান মিলে একটি নতুন কমিটি গঠন করবে, যারা এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকবে। প্রাথমিকভাবে মোট ৬টি দল নিয়ে এই…