কূটনৈতিক প্রতিবেদক ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার বলেছেন, হলি আর্টিজান বেকারির হামলার ১০ মাস পরও সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়ে গেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ঝুঁকির কারণেই কূটনীতিকদের চলাফেরায় নিষেধাজ্ঞা রয়েছে। রাষ্ট্রদূত যোগ করেন, বিদেশিরা এসব হামলার শিকারে পরিণত হতে পারেন। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, ‘আমাদের চলাফেরায় এখনো বিধিনিষেধ আছে। ঝুঁকির পরিস্থিতি মূল্যায়ন করলে, আমরা এখনো ঝুঁকি বোধ করি। আমরা এখনো মনে করি, বিদেশিরা ওই সব সন্ত্রাসী হামলার ঝুঁকির শিকার হতে পারেন।’ তবে হলি আর্টিজানের পরে বিদেশিদের নিরাপত্তায় নেয়া সরকারের পদক্ষেপের প্রশংসাও করেন তিনি। উইনথার যোগ করেন, ‘আমার নিজের দেশেও (ডেনমার্ক)…