হেলথ ডেস্ক: শুয়োরের কিডনি প্রতিস্থাপন করা হল মানুষের শরীরে। নিউইয়র্কের এনওয়াইইউ ল্যানগনে শুয়োরের কিডনির জিনগত পরিবর্তন ঘটিয়ে ৫৪ বছর বয়সি ব্রেন ডেথ হয়ে যাওয়া এক রোগীর শরীরে বসানো হল সেই কিডনি। প্রতিস্থাপনের পর দেখা যায়, কিডনির কাজ স্বাভাবিকই রয়েছে। গবেষকরা বলছেন, তিনদিন ধরে নতুন কিডনি অঙ্গের সঙ্গে জড়িত রয়েছে। সর্বদা এদিকে পর্যালোচনা করা হচ্ছে। এমনকী, মানব কিডনির থেকে যে পরিমাণ প্রস্রাব নির্গত হয় এই কিডনি প্রতিস্থাপনের পর মোটামুটি সেই পরিমাণ প্রস্রাবই হচ্ছে। এনওয়াইইউ ল্যানগনের ট্রান্সপ্ল্যান্ট ইনস্টিটিউটের ডিরেক্টর ডক্টর রবার্ট মন্টগোমারি বলেন, শুয়োরের শরীরে হার্ট, কিডনি ও ফুসফুসের মতো অঙ্গের স্বাভাবিক বৃদ্ধি ঘটনা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায়। প্রাথমিকভাবে শুয়োরের শরীরের হার্ট,…