বিনোদন ডেস্ক: নতুন বছরে নিজের মনের কথা ডায়েরির পাতায় লিখে রাখতে চান কৃতী শ্যানন। ভাবনার জট ছাড়িয়ে শব্দগুলিকে নিজের মতো করে সাজাতে চান বলিউড অভিনেত্রী। তিনি মনে করেন মানুষকে নিজের আবেগ চেপে রাখার যে শিক্ষা দেওয়া হয়, তা আসলে ভুল। নতুন বছরে যে ডায়েরিতে নিজের কথা লিখবেন, তার একটা ছবি শেয়ার করে লিখলেন, মানুষকে নিজের আবেগ চেপে রাখতে শেখানো হয়। নিজের অসহায়তা, দুঃখ, ভয়, রাগের কথা প্রকাশ করলে, সেটাকে দুর্বলতা বলে গণ্য করা হয়। যখন আমরা ছোট ছিলাম, আমরা মন খুলে কাঁদতাম, হাসতাম, না ভেবেই কথা বলতাম। সব কিছু সহজ ছিল। যখনই আমরা বড় হই আমাদের ঠিক আচরণ করার শিক্ষা…