বিনোদন ডেস্ক: দর্শকদের কটাক্ষের জবাবে সম্রাটের বক্তব্য, ‘‘টাকা থাকলে সব হয়।’’ সম্রাটের এই বক্তব্য নাকচ করে জিৎ বলেছেন, ‘‘পয়সায় জীবনে সব কিছু হয়, আমি মানি ফের ছোট পর্দা তোলপাড় ময়না মুখোপাধ্যায়ের গর্ভপাত নিয়ে। স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’র চর্চিত জুটি সম্রাট-ময়না মুখোপাধ্যায়। নানা ধরনের খেলায় অংশ নিয়ে তাঁরা নিজেদের প্রমাণ করেছেন। এ বার দর্শকদের প্রশ্নবাণের মুখোমুখি। সঞ্চালক জিৎ দর্শকদের মন্তব্য সরাসরি তুলে ধরেছেন রিয়্যালিটি শো-এর মঞ্চে। কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তারকা দম্পতিকে। তাঁদের উল্টো দিকে টাঙানো বড় পর্দায় একের ভেসে উঠেছে দর্শকদের বক্তব্য। কেউ লিখেছেন, ‘প্ল্যানিং বলে তো একটা জিনিস হয় নাকি? একটা প্রাণকে এ ভাবে নষ্ট করার কোনও যুক্তি নেই।’ কারও…