নিউজফ্ল্যাশ ডেস্ক: সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের প্রথম ঘণ্টায় লেনদেন শুরু হলেও গতকাল বুধবার বাকি সাড়ে তিন ঘণ্টা লেনদেন হয়েছে নিম্নমুখী প্রবণতায়। অবশ্য দিনশেষে সূচক আগের দিনের তুলনায় বেড়েছে। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৮ পয়েন্ট। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৮১ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এর আগে সোমবার দরপতনের পর মঙ্গলবার ও বুধবার টানা দুদিন পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে। সূচক বাড়লেও কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। বুধবার ব্যাংক, বিমা, খাদ্য ও আনুষঙ্গিক এবং বিদ্যুত্ ও জ্বালানি খাতের শেয়ারের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ঘণ্টা পার হতে…