নিউজফ্ল্যাশ প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশের বহুল কাঙ্ক্ষিত পদ্মা বহুমুখী সেতু একটি মহাকাব্য, এই সেতু জাতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। বেনজীর আহমেদ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, পদ্মা সেতু আমাদের সমগ্র জাতির জন্য একটি গর্বের বিষয়। বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এমন একটি মেগা প্রকল্প নির্মাণ করে তার সক্ষমতার প্রমাণ দিয়েছে। তিনি বলেন, প্রমত্তা পদ্মা নদীর ওপর স্বপ্নের সেতুটি রাজধানী ঢাকা এবং দেশের দক্ষিণ-পশ্চিম জেলাগুলোর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছে। তিনি বলেন, ‘পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর মানুষের দুর্ভোগ কমবে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন হবে।’ আইজিপি আগামীকাল লাখ লাখ মানুষ উৎসবমুখর পরিবেশে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের…