‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে কথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এ প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে এ বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমীন। সকালে গুলশানে নিবাচনী অফিসে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল।
এই প্রতিযোগিতার মধ্য থেকে জনমতের ওপর ভিত্তি করে যেখানে ৩০ শতাংশ মার্ক ছিল এবং একটি আলোকিত বিষয়ের ওপর যাদের ৭০ শতাংশ মার্ক ছিল তার আলোকে ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে। এই ১০ জনই আজকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনার সুযোগ পেয়েছেন।
তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছে আগামী বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি বিষয়ের ওপর এক মিনিটের রিলস বানানোর যে প্রতিযোগিতা শুরু হয়েছিল তাদের মধ্যে থেকেই বিজয়ী এই ১০ জন সুযোগ পেয়েছেন তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে।





