সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিতে আসা যাত্রা দলগুলোর অংশগ্রহণে ০১ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোকপালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হচ্ছে ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত।
আজ ২২ জানুয়ারি, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিরামপুর দিনাজপুরের ‘তিষা অপেরা’ মঞ্চায়ন করে যাত্রাপালা ‘ডাইনী বধূ’। যাত্রাপালাটির পালাকার ছিলেন শক্তিপদ সিংহ এবং পরিচালনা করেছেন ওয়াসিম আসকার।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওয়াসীম আসকার, পারুল আক্তার, ময়েজউদ্দিন, পূরবী দত্ত, আশিষ, সুখেন, শিশির, গুলজার, মহাদেব, সুকৃতি, মাসুদ, পারভীন, লিপি, প্রিয়াংকা, নারগীস, শিল্পী, তিষা, জীবন, জাকির ও বিষ্ণু প্রমুখ। নেপথ্য শিল্পী ও কলা-কুশলী হিসেবে ছিলেন মাসুদ রানা, রিপন, জুয়েল, আলাল, বাবু, অমল, শৈলেন, কাল্পচাঁদ, দিলীপ ও পরিমল প্রমুখ।
যাত্রাপালা ‘ডাইনী বধূ’ এর কাহিনী সংক্ষেপ/ সারসংক্ষেপ :
একটি অহংকারী পরিবারের আভিজাত্যের গোঁড়ামিতে কীভাবে দুটি পরিবারে অন্ধকার নেমে আসে তারই প্রতিচ্ছবি ফুঁটে উঠেছে এই যাত্রাপালার আখ্যানে। ঘাত-প্রতিঘাত, রোমাঞ্চে ভরা গল্প এটি। গল্পের গভীরতা দিগন্ত বিস্তৃত এবং সংবেদনশীল।
২৩ জানুয়ারি আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠান, মঞ্চায়িত হবে ‘জেনারেল ওসমানী’
আগামীকাল ২৩ জানুয়ারি, শুক্রবার আয়োজন করা হয়েছে মাসব্যাপী যাত্রাপালার সমাপনী অনুষ্ঠানের। সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
বেলা ২:৩০ মিনিটে যাত্রা শিল্পীদের অংশগ্রহণে নগর পরিভ্রমণ-এর আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন দলের যাত্রা শিল্পীরা তাদের অভিনীত নানা চরিত্রের পোশাক পরিধান করে সংলাপ উচ্চারণ করবেন এবং বিশাল যন্ত্রীদল বাদ্য-গীতসহ এই নগর পরিভ্রমণকে আনন্দময় করে তুলবেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শুরু করে দোয়েল চত্বর-শাহবাগ হয়ে আবারো শিল্পকলায় এসে শেষ হবে এই নগর পরিভ্রমণ।
সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট প্রদর্শন করবে ঐতিহাসিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। যাত্রাপালাটির পালাকার এম এ মজিদ এবং পরিচালনায় তানভীর নাহিদ খান।










