পটুয়াখালীর দুমকি উপজেলায় দুই যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পায়রা ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও উপজেলা মৎস্য অধিদপ্তরের একটি আভিযানিক দল শনিবার সন্ধ্যা ৭টায় দুমকি থানাধীন পায়রা ব্রিজ এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এসময় সন্দেহভাজন দুটি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ১,৫০০ কেজি (৩৭.৫ মণ) অবৈধ জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত এই জাটকার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা।
অভিযান চলাকালে জাটকা পরিবহনের দায়ে বাসের চালক, সুপারভাইজার ও হেল্পারদের আটক করা হলেও পরবর্তীতে মুচলেকা নিয়ে বাসসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
পটুয়াখালী সদর উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা এবং গরিব-দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় ইলিশের প্রজনন ও জাটকা নিধন রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে






