বৃহস্পতিবার, ১লা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তীব্র শীতে কাঁপছে উপকূলের মানুষ, কলাপাড়ায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৯.০ ডিগ্রী সেলসিয়াস

তীব্র শীতে কাঁপছে দেশের দক্ষিন জনপদ পটুয়াখালীর কলাপাড়া উপকূলের জনজীবন। এখনও বইছে উত্তরের হিমেল হাওয়া।

বুধবার সকাল ৯টায় জেলার কলাপাড়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৯.০ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।

এর আগে গত বছরের ২৮ জানুয়ারী ৮.৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিলো একই আবহাওয়া অফিস। আর আজ সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.০ ডিগ্রী সেলসিয়াস। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪.৫ ডিগ্রী সেলসিয়াস। কনকনে ঠান্ডা বাতাসে সবেচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। চরম দুর্ভোগ রয়েছে গভীর সাগরে অবস্থানরত জেলেরা। উপকূলের গ্রামীণ এলাকায় অনেকেই একটু উষ্ণতার আশায় আগুন পোহাচ্ছেন। এদিকে জেলার সকল হাসপাতালগুলোতে বেড়েছে শীত জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।

উপকূলের বয়োবৃদ্ধরা জানান, এরকম শীত তাঁরা বয়সে দেখেননি।এভাবে শীত বেশ কিছু দিন থাকলে মানুষ স্টক করে মারা যাবে। দিনমজুর মানুষ গলোর কাজকর্ম বন্ধ হয়ে গেছে। ঠান্ডাজনিত রোগ বেড়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ