বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। আজ বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতে এই শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।
শোকবার্তা হস্তান্তর শেষে ড. এস. জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত শোক বিনিময় করেন। এ সময় তারেক রহমানের কন্যা জাইমা রহমান ও বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এক বার্তায় বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজের পোস্টে মোদি লেখেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর (খালেদা জিয়া) পরিবার ও বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ্। সর্বশক্তিমান তাঁর পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দিন।’
খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।’
পোস্টের শেষে ২০১৫ সালে নিজের ঢাকা সফরের স্মৃতিচারণ করে মোদি বলেন, ‘২০১৫ সালে ঢাকায় তার (বেগম জিয়া) সঙ্গে আমার সেই আন্তরিক বৈঠকের কথা আমি বিশেষভাবে স্মরণ করছি। আমরা আশা করি, তার স্বপ্ন ও উত্তরাধিকার আমাদের দুই দেশের অংশীদারিত্বকে ভবিষ্যতে পথ দেখাবে। তার আত্মা শান্তিতে থাকুক।’
আজ দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানাজা শেষে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এবং জানাজায় শরিক হতে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় লাখ লাখ মানুষের ঢল নেমেছে।









