কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর উপজেলা) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে সৈয়দ এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশন এলাকায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকরা।
জানা গেছে, গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এরপর বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর উপজেলা) আসনের প্রার্থী বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালকে বাদ দিয়ে সৈয়দ এহসানুল হুদাকে দলের মনোনয়ন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবাল সমর্থকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নামেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সরারচর রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেন। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শেখ মজিবুর রহমান ইকবালকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। ঘণ্টাখানেক পর বিক্ষোভকারীরা রেলপথ অবরোধ তুলে নেন। তারা নতুন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
এদিকে বিক্ষোভের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।





