শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিসিবির অভিনন্দন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. আসিফ নজরুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি বিশ্বাস করে দীর্ঘদিন ধরে খেলাধুলার প্রতি ভালবাসা ও আগ্রহী ব্যক্তি হিসেবে পরিচিত আসিফ নজরুল নতুন দায়িত্বে সকল ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাবে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ড. আসিফ নজরুলের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে বোর্ড।

তিনি বলেন, ‘আমরা তার সাফল্য কামনা করি। জনসাধারণের সাথে তার পরিচিতি এবং খেলাধুলার প্রতি তার উৎসাহ আমাদের আত্মবিশ্বাসী করে। এই খাতকে শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গঠনমূলক ভূমিকা পালন করবেন।’

বুলবুল আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি, আমরা যখন বড় কিছু অর্জনের জন্য কাজ করছি, এক্ষেত্রে তিনি আমাদের পাশে থাকবেন।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ