শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে পুলিশ সুপারের আকস্মিক থানা পরিদর্শন

কিশোরগঞ্জ জেলার তিনটি থানা আকস্মিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুর থানা আকস্মিক পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনকালে তিনি থানা এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবার মান, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং কর্মরত কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

এই সময় তিনি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিং জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য গুরুত্বারোপ করেন।

তিনি থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ