শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় ১৭ কোটি টাকার নকল ব্যান্ডরোলসহ ২জন র‌্যাবের অভিযানে আটক

বগুড়ায় শহরের পালশা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ১৭ কোটি টাকা মুল্যের নকল ব্যান্ডরোল ও বিভিন্ন বিড়ি এবং সিগারেট কোম্পানীর নকল মোড়ক ও ফিল্টার আটক করেছে। এছাড়া রাজস্ব ব্যান্ডরোল ও মোড়ক ছাপানোর সরঞ্জাম সেখানে পাওয়া যায়। এঘটনায় মাহমুদুল হাসান মিলন(৪২) এবং রাশেদুল ইসলাম রঞ্জু(৪২) ২ জনকে আটক করে র‌্যাব। তাদের বাড়ি বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায়।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায় গোপন সুত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যার পর পালশা চৌকির পাড়া গ্রামে ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের নেতৃত্বে রুহান প্রিন্টিং প্রেসে অভিযান চালান হয়। অভিযান চলে রাত ৯টা পর্যন্ত। এসময় ১৮ লাখ ৩৮ হাজার সিগারেটের এবং ১০ লাখ ৪৯ হাজার বিড়ির নকল ব্যান্ডরোলসহ বিভিন্ন বিড়ি ও সিগারেটের মোড়কসহ এসব তৈরীর সরঞ্জাম আটক করা হয়। র‌্যাব বগুড়া কোম্পানী কমান্ডার জানান ইতোপুর্বে আরো একবার একই প্রেসে অভিযান চালান হয়েছিলো। তবে সে সময় এর মালিককে পাওয়া যায়নি। এই প্রেসে দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ছাপিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। প্রেস ও সেখানকার একটি গুদামে এই অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোল আটক করা হয়। গ্রেফতারকৃতদের থানায় সোর্পদ ও এঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ