কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে নাছির মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার (নাছির মিয়া) মৃত্যু হয়।
এর আগে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া কান্দা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নাছির মিয়া (২২) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া কান্দা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া কান্দা এলাকার গাছের বাড়ি ও আছুর বাড়ির লোকজনের মধ্যে চলাচলের রাস্তাসহ পারিবারিক বিরোধ চলমান রয়েছে। এরই জের ধরে সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছির মিয়া (২২) মারা যান।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










