শনিববার মধ্যরাতে শহরের জামিলনগর এলাকার একটি বাড়ি থকে পুলিশ সাদিকুননাহার(৪৩) নামে এক নারীর লাশ উদ্বার করেছে। তিনি সেখানকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, সাদিকুননাহার জামিলনগরের এক ব্যক্তির কয়েক মাস ধরে বাড়িতে ভাড়া থাকতেন। স্বামীর সঙ্গে তার সর্ম্পক ছিলো না। তিনি জামা কাপড় তৈরীর কাজ করতেন। বিকাল থেকে বাড়ির মালিক ওই মহিলার ঘর থেকে কোন সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে রাতে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ রাত ১২টার দিকে ঘরের ভিতর থেকে বিছানায় তার লাশ পায়। বাড়ির দরজা জানালা বন্ধ ছিলো। মহিলার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিলো। পুলিশ স্থানীয়দের নিকট থেকে জানতে পেরেছে সাদিকুনন্নাহারের স্বামীর বাড়ি বগুড়ার রানীরহাট এলাকায়। স্বামী স্ত্রী হিসাবেই কয়েক মাস আগে জমিলনগরে তারা ঘর ভাড়া নিয়েছিলেন। তবে কিছু দিন ধরে তাদের মধ্যে সর্ম্পক ছিলো না।
বগুড়া সদর থানার ওসি(তদন্ত) মাহফুজার রহমান জানিয়েছেন সাদেকুননাহরের পিতার বাড়ি কিশোরগঞ্জের জাঙ্গালিয়ায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।










