মার্কিন প্রশাসন ‘তৃতীয় বিশ্বের সব দেশ’ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার জন্য কাজ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ ঘোষণা দেন তিনি।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ব্যবস্থা যাতে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা যায় সে জন্যই এ পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ আরও বলেছেন, তিনি ‘নন-সিটিজেনদের’ জন্য সব ধরনের ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করবেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও যোগ করেছেন, তিনি ‘অভ্যন্তরীণ শান্তি নষ্টকারী’ অভিবাসীদের নাগরিকত্ব দেবেন না এবং যেকোনো বিদেশি নাগরিককে নির্বাসিত করবেন ‘যারা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ অথবা পশ্চিমা সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ নন’।
রয়টার্স বলছে, বৃহস্পতিবার হোয়াইট হাউসের কাছে এক অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে ন্যাশনাল গার্ডের একজন সদস্যের মৃত্যুর পরই এমন ঘোষণা দিলেন ট্রাম্প। তদন্তকারীদের দাবি, এক আফগান নাগরিক ওই হামলা চালায়।
এছাড়া একই হামলায় ন্যাশনাল গার্ডের আরেকজনের অবস্থা এখনও সংকটজনক বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ঠিক কাছে ঘটে যাওয়া এই হামলায় নিহত সৈনিক সারাহ বেকস্ট্রমকে সম্মানিত ও অসাধারণ তরুণ হিসেবে বর্ণনা করেছেন ট্রাম্প। এ ঘটনার পর আফগানিস্তানসহ ১৯টি দেশের গ্রিন কার্ডধারীদের অভিবাসন নথি নতুন করে খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
আটক সন্দেহভাজন একজন আফগান নাগরিক, যিনি আগে মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করতেন এবং কয়েক মাস আগে অ্যাসাইলাম পান। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশে বলা হয়েছে, উদ্বেগের তালিকাভুক্ত দেশগুলো থেকে আগত প্রত্যেকের গ্রিন কার্ড কঠোরভাবে পর্যালোচনা করা হবে।








