শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শনে মানারাত ইউনিভার্সিটির উপাচার্য

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভূগোল বিভাগের স্বনামধন্য অধ্যাপক,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব গত ২০ অক্টোবর সোমবার মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট-এ সৌজন্য পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব তানভীর এম. ও. রহমান চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ ইশরাত ইবনে ইসমাইল, ট্রেজারার প্রফেসর ড. মোঃ তাহের বিল্লাল খলিফা, আইকিউএসির পরিচালক প্রফেসর চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ ও রেজিস্ট্রারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।

প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন পরিদর্শন করেন এবং এর অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ ও পরিকল্পিত ক্যাম্পাস ব্যবস্থাপনার উচ্চ প্রশংসা করেন। তিনি বলেন, “প্রকৃতির সান্নিধ্যে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয় সত্যিই অনন্য-ফুল ও ফলের গাছ, ২৮০টি আগরগাছ, পুকুরে রাজহাঁস, ছোট্ট চা-বাগান ও পরিচ্ছন্ন পরিসর যেন এক মনোমুগ্ধকর শিক্ষাঙ্গন।” তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটিকে প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরীর এক স্বপ্নের সফল বাস্তবায়ন হিসেবে অভিহিত করেন, যা শুধু সিলেট নয়, বরং গোটা দেশে উচ্চশিক্ষার প্রসারে অসাধারণ ভূমিকা রেখে চলেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালের স্মৃতিচারণ করে প্রফেসর ড. রব বলেন, “তৌফিক ভাই ছিলেন আমার বড় ভাইয়ের মত, প্রিয় অগ্রজ। বিশ্ববিদ্যালয় জীবনে নীলক্ষেতে বসে তাঁর সঙ্গে চা খাওয়া ও আড্ডা দেওয়ার স্মৃতি আজও আমার মনে গভীরভাবে গেঁথে আছে। তিনি ছিলেন সূর্য সেন হলের ও আমি ছিলাম মহসিন হলের আবাসিক ছাত্র ।”

পরিদর্শন শেষে প্রফেসর ড. রব উপস্থিত শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন ও মধ‍্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

অধ্যাপক রব, নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ ইশরাত ইবনে ইসমাইলের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি প্রতিটি বিভাগ থেকে একটি করে একাডেমিক জার্নাল প্রকাশের উদ্যোগ নেওয়ার পরামর্শও প্রদান করেন।

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব তানভীর এম. ও. রহমান চৌধুরী সম্পর্কে প্রফেসর ড. রব বলেন, “সে আমার সন্তানতুল্য। তার গতিশীল নেতৃত্বে মেট্রোপলিটন ইউনিভার্সিটি আগামী দিনে আরও সাফল্য ও সমৃদ্ধি অর্জন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ