বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে শুদ্ধাচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার

কিশোরগঞ্জের বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) কিশোরগঞ্জের স্বপ্ন কানন কমিউনিটি এন্ড কনভেনশন সেন্টারে এই মুক্ত আলোচনা সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জ।

এতে সনাক ও সনাক এর তত্ত্বাবধানে পরিচালিত তরুণদের দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে গঠিত কমিউিনিটি ভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর শতাধিক সদস্য অংশ নেয়।

সনাক সভাপতি স্বপন কুমার বর্মন-এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন-টিআইবির ঢাকা ক্লাস্টারের ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. মাহান উল হক। সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম, সনাক সদস্য প্রফেসর আবদুল গণি, সাইফুল হক মোল্লা দুলু, আতিয়া রহমান, ফিরোজ উদ্দিন ভূঁইয়া, ইশরাত জাহান মিমি, মানস কর, শেখ মোহাম্মদ প্রমুখ। মুক্ত আলোচনা সভায় বক্তাগণ কিশোরগঞ্জের সেবাখাতের প্রতিষ্ঠানগুলোর সেবার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

মুক্ত আলোচনা সভায় অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন সনাক সদস্যগণের পাশাপাশি একটিভ সিটিজেন গ্রুপের সদস্যবৃন্দ এবং ইয়েস সদস্য শুভ সরকার, এনামুল হক, বৃষ্টি রানী বর্মন, মাহফুজা জাহান মুন্নী প্রমুখ।

মুক্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন সনাক সদস্য মো. আবু সেলিম এবং উদ্বোধনী বক্তব্য প্রদান করেন রৌশন আরা লুৎফুন্নাহার। মুক্ত আলোচনা সভার শেষ পর্যায়ে সনাক সদস্য হুমায়ুন কবীর সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। আলোচনা সভা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ