লক্ষ্য ছিল ১৩৫ রান। যে কোনো কঠিন উইকেটেই এই রান তাড়া করে জেতা খুব মুশকিল কিছু নয়। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা আজ পাকিস্তানের বিপক্ষে এই রানকেই পাহাড়সম বানিয়ে হেরে গেলেন। শুরু থেকেই একের পর এক অতিআক্রমণ, উচ্চাভিলাষি শটে উইকেট ছুড়ে দেওয়ার মেলা চলতেই থাকলো। শেষ পর্যন্ত ১২৪ রানে ইনিংস শেষ হয় বাংলাদেশের। ফলে ১১ রানে হারলো জাকের আলী দল। অথচ এই ম্যাচে কেবল জিতলেই ফাইনাল খেলার সুযোগ ছিল। ব্যাটারদের শিশুসুলভ ব্যাটিংয়ে সেই সুযোগও হাতছাড়া হলো।
সোহানের বিদায়ে খাদের কিনারায় বাংলাদেশ
নুরুল হাসান সোহান উইকেটে এসেই ছটফট করছিলেন! তার সেই ছটফট শেষ হলো! ছক্কা মারতে গিয়ে আউট হলেন তিনি।
বাংলাদেশ ১০ ওভারে ৫৮/৪
পাকিস্তানের ১৩৫ রান তাড়ায় প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান তুলেছে বাংলাদেশ।
উইকেট ছুড়ে দেওয়ার মেলা চলছে, এবার মেহেদী!
ধারাভাষ্যকাররা বারবার বলছেন বাংলাদেশের জন্য প্রয়োজন একটা জুটি! অথচ উইকেটে থাকা ব্যাটাররা যেন ছটফট করছেন! এবার বড় শটের লোভে উইকেট ছুড়ে দিলেন শেখ মেহেদী।
৬ ওভারে বাংলাদেশ ৩৬/৩
১৩৫ রান তাড়ায় পাওয়ার প্লেতে ৩৬ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান ও তাওহীদ হৃদয়কে হারিয়েছে টাইগাররা।
এবার উইকেট ছুড়ে দিলেন হৃদয়
আগের বলেই রান আউটের হাত থেকে বাঁচলেন সাইফ হাসান। পরের বলেই সুইংয়ের বিপরীতে বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন তাওহীদ হৃদয়।
শুরুতেই ফিরলেন ইমন
আবারও ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারালো বাংলাদেশ। শাহীন শাহ আফ্রিদিকে ছক্কা মারতে গিয়ে আউট হলেন পারভেজ হোসেন ইমন।
১৩৫ রানে থামলো পাকিস্তান
শুরুতে বিপদে পড়লেও পরে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করলো পাকিস্তান। তাতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাড়ালো ১৩৫ রান। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ১৮ রান খরচায় ২ উইকেট নেন রিশাদ হোসেন।
আক্রমণে ফিরেই পাকিস্তান অধিনায়ককে ফেরালেন মোস্তাফিজ
১১তম ওভারে আক্রমণে ফিরেই পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘাকে ফেরালেন মোস্তাফিজুর রহমান। যদিও আম্পায়ার আউট দেননি প্রথমে, তবে অধিনায়ক জাকের রিভিউ নিয়ে ফেরান সালমানকে।
১০ ওভারে পাকিস্তান ৪৬/৪
প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছে পাকিস্তান। বাংলাদেশের রিশাদ দুইটি আর তাসকিন ও শেখ মেহেদি নিয়েছেন একটি করে উইকেট।
এবার ফখর জামানকে তুলে নিলেন রিশাদ
তাসকিন আহমেদ ও মেহেদী হাসানের মতো নিজের প্রথম ওভারে উইকেট পেলেন রিশাদ হোসেনও। ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন ২১ বলে ১৩ রান করা ফখর জামান।
৬ ওভারে পাকিস্তান ২৭/২
টস জিতে আগে বোলিং নিয়ে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ। প্রথম দুই ওভারে ২ উইকেট তুলে নেওয়ার পর রানের চাকাও আটকে রেখেছে। ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রান করেছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে বাংলাদেশের বিপক্ষে এটাই পাকিস্তানের সর্বনিম্ন সংগ্রহ।
শুরুতেই ২ উইকেট তুলে নিলো বাংলাদেশ
প্রথম দুই ওভারে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারে তাসকিন আর দ্বিতীয় ওভারে শিকার ধরেছেন শেখে মেহেদী।
আজও নেই লিটন, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এই ম্যাচেও নেই লিটন কুমার দাস, তার জায়গায় অধিনায়কত্ব করবেন জাকের আলী। ভারতের বিপক্ষে খেলা ১১ জনের তিনজন নেই আজ। বাদ পড়েছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজীদ হাসান তামিম। দলে ফিরেছেন মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। পাকিস্তান দলে কোনো পরিবর্তণ নেই।
বাংলাদেশ দল- সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান দল- সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।