বুধবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ

প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির প্রতিবাদসহ সাত দফা দাবিতে গাজীপুরে মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডিপ্লোমা প্রকৌশলীরা। এ কর্মসূচি চলাকালে ঢাকা ময়মনসিংহ, ঢাকা- টাঙ্গাইল ও ঢাকা- গাজীপুর মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল কয়েক বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের জয়দেবপুর-শিমুলতলী সড়কের ডুয়েট গেটের পাশে এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে তারা জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে ভুরুলিয়া রেলগেট, শিববাড়ি মোড় হয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন। এতে অংশ নেন গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকার চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী, এমআইএসটি পলিটেকনিক ইনস্টিটিউট, রয়েল পলিটেকনিক ইনস্টিটিউট, ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। ৬ কিলোমিটার হেঁটে চান্দনা চৌরাস্তায় পৌঁছে তারা মহাসড়ক অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ ও জয়দেবপুর-শিববাড়ি সড়কের যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

চন্দনা চৌরাস্তায় অবরোধ চলাকালে সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, কারিগরি শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র এবং অযৌক্তিক দাবির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। ১০ম গ্রেড বাতিল করে যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবি উল্লেখ বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ সহকারী প্রকৌশলী ও সমমান পদে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করতে হবে। সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে সহকারী ও উপ-সহকারী প্রকৌশলীদের যার ১ অনুপাত ৫ করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক নির্ধারিত উপ সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩০ ভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে। ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ সহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের পরিবর্তে পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সিদপ্তরের পদে নিয়োগ দেওয়া বন্ধ করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে মিথ্যাচার ও কুৎসা রটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কতিপয় বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের গুণগত মান রক্ষার্থে শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক হার ১ অনুপাত ১২ করে শিক্ষক স্বল্পতা দূরীকরণের উদ্যোগ এবং কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

ডিপ্লোমা প্রকৌশলীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পদমর্যাদা রক্ষা ও দাবি আদায়ে সরকারের সুস্পষ্ট উদ্যোগ না থাকলে আগামীতে দেশব্যাপী কর্মসূচি দেওয়া হবে। যৌক্তিক দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এরপর বিকেল তিনটার দিকে অবরোধ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ