গুলি চলল অভিনেত্রী দিশা পটানির বাড়িতে। এ বারও নেপথ্যে গোল্ডি ব্রারর। কিন্তু কী এমন দোষ করলেন দিশা?
গত বছরই সলমন খানের বাড়িতে গুলি চলে। ঘটনার দায় স্বীকার করে নেয় গোল্ডি ব্রারর ও লরেন্স বিশ্নোই। এ বার বছর ঘুরতে না ঘুরতেই গুলি চলল অভিনেত্রী দিশা পটানির বাড়িতে। এ বারও নেপথ্যে গোল্ডি ব্রারর। ঘটনাটি ঘটে শুক্রবার ভোর ৩টে নাগাদ। অভিনেত্রীর বরেলীর বাড়িতে মোটরবাইকে করে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর। যদিও এই ঘটনায় কারও আহত হওয়ার খবর শোনা যায়নি। হঠাৎ দিশার উপর এমন রাগ কেন?
ঘটনার দায় স্বীকার করে গোল্ডি দাবি করেন দিশার পরিবার তথা তাঁর দিদি খুশবু পটানি আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধ আচার্যকে অপমান করছেন। এর ফলে হিন্দু ধর্মের অপমান করেছেন। আর সনাতন ধর্মের অপমান তাঁরা কিছুতেই মেনে নেবে না।তাই এটা একটা সাবধানবাণী ছিল।