নির্বাচন ঘিরে নতুন নতুন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক বা আইনশৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ তো আছেই। তবে এখন সোশ্যাল মিডিয়ার কারণে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর তথ্য (মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন) ছড়ানো হচ্ছে। এগুলো প্রতিরোধে নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে।
শুক্রবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দুদিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। অনেক ক্ষেত্রে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ভুয়া তথ্য প্রতিরোধের বার্তা সব জায়গায় পৌঁছে দিতে হবে।
পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে নির্বাচন কমিশনের (ইসি) ‘বটম লাইন’ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনপ্রিয়তা ও কার্যকারিতা- এসব বিষয় সামনে রেখে আমরা কাজ করতে চাই।