ভোলা-লক্ষ্মীপুরসহ ভোলার ছয়টি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ করা হয়েছে সি-ট্রাকও ।
সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব ও বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সোমবার (১৪ জুলাই) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে।
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন জানান, আবহাওয়া দপ্তর থেকে সাগরে ৩ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সকাল থেকে কালো মেঘে বৃষ্টি হচ্ছে। এর জেরে নৌপথের রুটগুলো বন্ধ করা হয়েছে।
এর আগে টানা সাত দিন বন্ধ থাকার পর গত শুক্রবার লঞ্চ চলাচল শুরু হয়। দুই দিন না যেতে ফের বন্ধ করা হলো লঞ্চ চলাচল। এতে বিপাকে পড়েছে ঘাটে আসা যাত্রীরা।