পটুয়াখালীর কলাপাড়ায় জনসাধারনের চলাচলে সড়ক সংষ্কার করে প্রশংসা কুড়িঁয়েছেন বালিয়াতলী ইউনিয়ন মজিবর রহমান হাওলাদার। তিনি ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ থেকে লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার পর্যন্ত যাতায়তের সড়কটি সংষ্কার করেন। এতে স্থানীয়দের চলাচলে দূর্ভোগ অনেকটা কমে আসছে। তবে, অতিদ্রুত এ সড়কটি পুরোপুরি সংষ্কার করে জনগনের দূর্ভোগ লাগবের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন স্থানীয় বাসিন্দাসহ গাড়ি চালকরা।
সরেজমিনে জানা যায়, উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ থেকে লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজার পর্যন্ত যাওয়ার এক থেকে দেড় কিলোমিটার পাঁকা সড়কটি বিভিন্ন স্থানে খানা খন্দকে ভরে গেছে। দীর্ঘ বছর ধরে এ সড়কটির সংষ্কারের কাজ হয়নি। ফলে সড়কটির দু-এক জায়গা বড় বড় গর্ত হয়েছে। যেখান দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ী চালক ও যাত্রীরা চলাচল করে। ইতোমধ্যে ছোট খাটো দু-একটি দুর্ঘটনাও ঘটেছে সেখানে। জনসাধারনের দূর্ভোগ দেখে স্থানীয় মজিবর রহমান হাওলাদার নিজ উদ্যোগ ও অর্থায়নে সড়কটি সংষ্কারের কাজ করেন। তিনি স্থানীয়দের নিয়ে বড় বড় গর্তগুলো ভরাটের ব্যবস্থা করেন।
স্থানীয় মহিউদ্দিন জমাদ্দার, মিজানুর জমাদ্দার, ইব্রাহিম গাজী ও আমেনা বেগমসহ অনেকেই বলেন, এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেকই দূর্ঘটনার শিকার হয়েছে। তাই সড়কটি দ্রুত সংস্কার করা দরকার।
কলাপাড়া এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. সাদেকুর রহমান বলেন, স্থানীয়ভাবে সড়কটি সংষ্কার করায় তাদের ধন্যবাদ জানাচ্ছি। সড়ক সংষ্কারের নতুন বাজেট আসলে দ্রুত এ সড়কটি সংষ্কার করে দেয়া হবে।