রাজধানীর মিরপুরে দিনের বেলায় প্রকাশ্যে গুলি ছুড়ে মাহমুদুল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান সমকালকে বলেন, ফায়ার সার্ভিস গলিতে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা গুলি ছুড়লেও ওই ব্যক্তির শরীরে লাগেনি। ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে ক্যাপ ও মাস্ক পরা একজনকে গুলি ছুড়তে দেখা যায়। পরে ওই ব্যক্তি ও তার সহযোগী পাঁচজন দুটি মোটরসাইকেলে উঠে চলে যায়।
পুলিশ জানায়, ওই ভিডিও এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
ছিনতাইয়ের শিকার মাহমুদুল সাংবাদিকদের জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে তিনি পরিবার নিয়ে থাকেন। আজ সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে আসা ৬ দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। তিনি দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।