বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

‘রিয়া শক্ত মনের মেয়ে, পরিস্থিতি ওকে আরও শক্তি দিয়েছে’

রিয়ার দীর্ঘ দিনের বন্ধু ও গায়িকা শিবানী দন্ডেকর

সুশান্তের মৃত্যু নিয়ে বার বার কাঠগড়ায় তোলা হয়েছিল রিয়াকে। সমাজমাধ্যমে তাঁর দিকে ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষ। অভিনয় জগৎ থেকেও প্রায় দূরে ঠেলে দেওয়া হয়েছিল তাঁকে।

আদালতে রেহাই পাওয়ার পরে স্বস্তিতে রিয়া চক্রবর্তী। কিন্তু গত কয়েক বছরে তার উপর দিয়ে বহু ঝড় বয়ে গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন রিয়ার দীর্ঘ দিনের বন্ধু ও গায়িকা শিবানী দন্ডেকর। সাক্ষাৎকারে নিজেদের বন্ধুত্ব নিয়েও কথা বলেন তাঁরা।

রিয়া ও শিবানীর ১৬ বছরের বন্ধুত্ব। তাই সব সময় পরস্পরের পাশে থেকেছেন তাঁরা। ২০২০ সালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল সুশান্ত সিংহ রাজপুতের দেহ। সেই মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। হত্যা না কি আত্মহত্যা, তা নিয়েও প্রশ্ন ওঠে। সুশান্তের তৎকালীন প্রেমিকা রিয়ার দিকেও ওঠে অভিযোগের তির। এই কঠিন সময় পার করতে গিয়ে রিয়াকে কতটা বেগ পেতে হয়েছিল, তা নিয়ে কথা বলেন শিবানী।

সাক্ষাৎকারে তিনি বলেন, “এমন কিছু যে হতে পারে, কেউ কল্পনাও করেনি। তবে ওর (রিয়া) এই সফর সত্যিই খুব কঠিন ছিল। খুবই যন্ত্রণাদায়ক। আর এই কঠিন পথ ও সত্যিই খুব মার্জিত ভাবে ও সুন্দর ভাবে পার করেছে।”

রিয়ার এই কঠিন পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো নয় বলেও দাবি শিবানীর। বন্ধু সম্পর্কে গায়িকা বলেছেন, “রিয়া এমনিতেই শক্ত মনের মেয়ে। এই ঘটনা ওকে আরও বেশি শক্ত করেছে মানুষ হিসাবে। এই শক্তি সারাজীবন ওর সঙ্গে ছিল।” সুশান্তের মৃত্যু নিয়ে বার বার কাঠগড়ায় তোলা হয়েছিল রিয়াকে। সমাজমাধ্যমে তাঁর দিকে ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষ। অভিনয়জগৎ থেকেও প্রায় দূরে ঠেলে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তা-ও ধৈর্য হারাননি তিনি। চার দিক নেতিবাচকতায় ভরে গেলেও, আশা রেখেছিলেন, এক দিন সত্য সামনে আসবে, জানান শিবানী। তবে এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেন আর কাউকে যেন যেতে না হয়। এই প্রার্থনাও করেন তিনি।

উল্টো দিকে শিবানী সম্পর্কে রিয়া বলেন “আমার সবচেয়ে কঠিন মুহূর্তেও ওর চেয়ে ভাল কোনও বন্ধুর কথা আমি ভাবতে পারি না। ওই আমাকে বন্ধুত্বের অর্থ বুঝিয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ

ফেসবুকে যুক্ত থাকুন

এই সম্পর্কিত আরও সংবাদ

সর্বশেষঃ